ঋতুর পালাবদলে বাহারি মৌসুমি ফলের ডালা নিয়ে হাজির হয়েছে গ্রীষ্ম। আম, জাম, জামরুল, কলা, কাঁঠাল, লিচু, তাল, বেল, পেয়ারা, ডেউয়া, বাঙ্গি, তরমুজ, আনারস, কতবেল, আমড়া, করমচা, লটকন, গাব, অড়বরই, আঁশফল, কাউফল, তুঁতফল, বেতফল, চুকুর, সফেদা, পেপে, বঁইচিসহ নাম না জানা হরেক রকম দেশি ফলের সুবাসে ম-ম করছে বাংলার প্রতিটি জনপদ।
প্রকৃতির অমোঘ নিয়ম মেনে এবারও মধুমাস জ্যৈষ্ঠ পাকা ফলের ডালা মেলে ধরেছে। আষাঢ়েও সে ডালা শূন্য হবে না জানি। কারণ, বাংলা মায়ের ধনভাণ্ডার সহজে শূন্য হবার নয়!
এ বছর গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের মধ্যেও উৎসবপ্রিয় বাঙালি জাতি ফল উৎসবের বিষয়টি এড়িয়ে যায়নি। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে ফল উৎসব। এ কাজে পিছিয়ে থাকবে না রাজেন্দ্র কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আরসিবিডিএএ)।
তাই আষাঢ়ের পঞ্চম দিন (আগামী ১৯ জুন বুধবার) বিকেল ৩টায় রাজেন্দ্র কলেজ বায়তুল আমান ক্যাম্পাসের বাংলা বিভাগে হবে ফল উৎসব। অনাবিল আনন্দ উপভোগ করতে এবং নানা বর্ণ ও স্বাদের মৌসুমি ফলে মুখ রঙিন করতে সবাই সবান্ধবে আমন্ত্রিত।
Leave a Reply