রাজেন্দ্র কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আরসিবিডিএএ) গঠনতন্ত্রের ১১ (খ) ধারা অনুযায়ী একটা কার্যনির্বাহী পর্ষদ রয়েছে। গত ২৯ মার্চ, ২০২৪ ঢাকা শিল্পকলা একাডেমি মাঠে অনুষ্ঠিত আরসিবিডিএএ’র আহ্বায়ক কমিটির সভায় এ কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়। এ পর্ষদের মেয়াদ দুই বছর। কার্যনির্বাহী পর্ষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ হলেন—
সভাপতিঃ
- বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মোতালেব শেখ
সহ–সভাপতিঃ
- মোহাম্মদ শহিদুল ইসলাম
- শিল্পী আক্তার
- চামেলী বসু
সাধারণ সম্পাদকঃ
- আসাদ জামান
সহ–সাধারণ সম্পাদকঃ
- মোহাম্মদ রবিউল ইসলাম
- কাজী কাওছার সুইট
সাংগঠনিক সম্পাদকঃ
- আমজাদ হোসেন পলাশ
কোষাধ্যক্ষঃ
- রওশনারা ইসলাম রুমা
ক্রীড়া সম্পাদকঃ
- সোনিয়া হারুন
দপ্তর সম্পাদকঃ
- উত্তম কুমার চক্রবর্ত্তী
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ
- মারুফ হোসেন
সাহিত্য সম্পাদকঃ
- সুধাংশু বিশ্বাস
আন্তর্জাতিক সম্পাদকঃ
- সামিনা জেসমিন সিম্মি
সাংস্কৃতিক সম্পাদকঃ
- শুক্লা দাস
সমাজকল্যাণ সম্পাদকঃ
- প্রশান্ত বিশ্বাস
সদস্যঃ
- রোমানা আফরোজ
- মো. ইসরাফিল কাজী
- সুরভী লায়লা
- জাকিয়া সুলতানা
- সবুজ রায়
- নাজমা আক্তার