পৃথিবীর বয়স যত বাড়ছে, ততই বাড়ছে এর উষ্ণতা। উজাড় হচ্ছে বন। পৃথিবী হয়ে উঠছে বসবাসের অযোগ্য। কান পাতলেই শোনা যাচ্ছে সংবেদনশীল মানবহৃদয়ের আকুতি— ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর/ লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর/ হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী/ দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি।’ কিন্তু, পৃথিবী ফের কীভাবে ‘তবোপন পুণ্যচ্ছায়ারাশি’ হয়ে উঠবে? এর উত্তর একটাই— বেশি করে গাছ লাগাও, যত্ন কর সন্তানসম। গাছ দেবে ছায়া-ফুল-ফল, শান্ত-স্নিগ্ধ-সৌম্য পৃথিবী।
হ্যাঁ, এমন প্রত্যাশা থেকেই রাজেন্দ্র কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আরসিবিডিএএ) শুরু করেছে বৃক্ষরোপণ অভিযান।
সোমবার (০৮ জুলাই) রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে টিচার্সক্লাব চত্বরে দুর্লভ ‘দই গোটা’ গাছের দুটি চারা রোপণের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।
রাজেন্দ্র কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আরসিবিডিএএ) সহ-সভাপতি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রাজেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহম্মদ শহিদুল ইসলাম, আরসিবিডিএএ’র সম্মানিত সদস্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৈতন্যচন্দ্র দাস, সহকারী অধ্যাপক তন্ময় সরকার, আরসিবিডিএএ’র সহ-সাধারণ সম্পাদক মোহম্মদ রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন পলাশ এই বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করেন।
কলেজের বায়তুল আমান ক্যাম্পাসে বাংলা বিভাগের সামনে এবং পেছনে আরও কিছু গাছ রোপণ করবে আরসিবিডিএএ। এরইমধ্যে জমি প্রস্তুতকরণের কাজ শুরু হয়েছে। জমি প্রস্তুত হলে বাংলা বিভাগের শিক্ষক এবং অ্যালামনাইদের অংশগ্রহণে বৃক্ষরোপণ সম্পন্ন হবে।
Leave a Reply