রাজেন্দ্র কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আরসিবিডিএএ)-এর বিশেষ সভা অনুষ্ঠিত। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৩ টায় আরসিবিডিএএ’র অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
রাজেন্দ্র কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তযোদ্ধা প্রফেসর আবদুল মোতালেব শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ জামান, সহ–সভাপতি শিল্পী আক্তার, সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন পলাশ, কোষাধ্যক্ষ রওশনারা ইসলাম রুমা, ক্রীড়া সম্পাদক সোনিয়া হারুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হোসেন, দফতর সম্পাদক উত্তম কুমার চক্রবর্ত্তী, সাহিত্য সম্পাদক সুধাংশু বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সদস্য রোমানা আফরোজ ও সবুজ রায়।
সভায় অভিষেক অনুষ্ঠানে আয়–ব্যয়ের হিসাব তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন পলাশ ও কোষাধক্ষ্য রওশনারা ইসলাম।
বৈঠকের এক পর্যায়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আরসিবিডিএএ’র ‘শিক্ষক সদস্য’ চৈতন্যচন্দ্র দাস সভায় উপস্থিত হন এবং গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
Leave a Reply