এসো মিলি প্রাণে স্লোগান সামনে রেখে গত ২ ফেব্রুয়ারি রাজেন্দ্র কলেজের বায়তুল আমান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় রাজেন্দ্র কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান। এতে অ্যাসোসিয়েশনের অর্ধ শতাধিক সদস্য এবং বাংলা বিভাগের সাবেক ও বর্তমান মিলে ১৫ জন শিক্ষক অংশ নেন।
বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দের স্মৃতিচারণ, গান-গল্প-আড্ডা, আবৃত্তির মধ্য দিয়ে দারুণ সময় পার হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা স্মারক এবং প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আয়োজনের প্রথম পর্বে উপস্থিত থেকে এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্ৰফেসর অসীম কুমার সাহা এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম।
পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মোতালেব শেখ,অধ্যাপক সরকার আব্দুল মান্নান, অধ্যাপক আমিনুল ইসলাম, বাংলা বিভাগের বর্তমান শিক্ষক, চৈতন্যচন্দ্র দাস, মোছা. রোকেয়া বিলকিছ, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ শাহিনুর ইসলাম, মোহাম্মদ ইউনুস আলী, শিখা রানী, তন্ময় সরকার, মোজাহার আলী, হালিমা খাতুন এবং লীনা পারভীন।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য শিল্পী আক্তার, চামেলী বসু, মোহাম্মদ রবিউল ইসলাম, আসাদ জামান, মনিবুর রহমান, সৈয়েদুন্নেছা, আমজাদ হোসেন পলাশ, রোমানা আফরোজ, মারুফ হোসেন, রোজিনা খানম, জাকিয়া সুলতানা, আব্দুর রশিদ, সবুজ রায়, সুরভী লায়লা, প্রশান্ত বিশ্বাস,কামরুন্নাহার, আসাদুজ্জামান খান, জ্ঞান প্রকাশ ঘোষাল, উত্তম কুমার চক্রবর্ত্তী, সুধাংশু বিশ্বাস, মো. ইমরান হোসেন, ফরিদা পারভীন লিপি, নিতিশ কর্মকার, নাজমা আক্তার, ইস্রাফিল কাজী, সোনিয়া আক্তার, কাজী কাওছার সুইট, রওশনারা ইসলাম রুমা প্রমুখ।